বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | বরের বয়স ১০০, আর কনে ১০২, বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতির রেকর্ড

RD | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বরের বয়স ১০০। আর কনে ১০২ বছরের। আশ্চর্য মনে হলেও সত্যি। নজির গড়েছেন এই দুই বৃদ্ধ-বৃদ্ধা। এখনও পর্যন্ত এঁরাই বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতির শিরোপা অর্জন করেছেন। তাঁদের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। চলতি বছরের মে মাসে ফিলাডেলফিয়ায় চারহাত এক হয় বার্নি লিটম্যান ও মার্জোরি ফিটারম্যানের।

শতবর্ষী দম্পতির প্রেমের গল্প শুরু হয়েছিল ফিলাডেলফিয়ার একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটি বা বৃদ্ধাবাসে। সেখানে তাঁরা দু'জনেই থাকতেন। ৯ বছর আগে অনুষ্ঠিত একটি কস্টিউম পার্টিতে দেখা হয়েছিল এই দু'জনের। একে অপরকে দেখেই ভালোলাগা। যা ক্রমেই প্রেমের পরিণতি পায়। পরে বার্নি লিটলম্যান ও মার্জোরি ফিটারম্যান বিয়ের সিদ্ধান্ত নেন। এ বছরের ১৯মে এই দু'জনের বিয়ের আসর বসেছিল বৃদ্ধাবাসেই। বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি এখন সেখানেই থাকেন।

বার্নি এবং মার্জোরি উভয়েই স্বাচ্ছন্দে জীবন যাপন করেছিলেন। পূর্ববর্তী জীবনসঙ্গীকে হারানোর আগে এঁরা উভয়ই ছয় দশক বিবাহিত জীবন অতিবাহিত করেন। যৌবনে একই সঙ্গে তাঁরা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন। কিন্তু একে অপরের প্রেমে পড়েননি।  কিন্তু বিধাতার লিখন ছিল অন্য। শেষে একশ বছরের বেশি বয়সে বার্নি এবং মার্জোরি নিজেদের অবলম্বন হয়ে উঠলেন। পেশাগতজীবনে বার্নি ছিলেন একজন প্রযুক্তিবিদ। মার্জোরি করতেন শিক্ষকতা। 

এই বিয়ের ঘোষণার সময় লিটম্যানের নাতনি, সারা সিকারম্যান, ইহুদি ক্রনিকলকে বলেছিলেন, "বিশ্বজুড়ে এত দুঃখ (এবং) ভয়। সেই সময় মানুষকে আনন্দ দেয় এমন কিছু ভাগ করতে পেরে ভালো লাগছে।" সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "আজ আমার ১০০ বছর বয়সী দাদু তাঁর ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! বার্নি লিটম্যান এবং মার্জোরি ফিটারম্যান ফিলাডেলফিয়ার একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটিতে থাকেন। তাদের দু'জনেরই ছয় দশকের বেশি বিবাহিত জীবন ছিল। এরপরও ১০০ বছর বয়সে পের তারা প্রেমে পড়েছে।"

বিয়ের দায়িত্ব পালনকারী রাব্বি অ্যাডাম ওহলবার্গ ফক্স নিউজকে বলেছেন, "এই সময় আমি যেসব দম্পতিদের বিয়ে দিচ্ছি সেগুলির বেশিরভাগই কোনও না কোনোও ডেটিং অ্যাপে দেখে হয়েছে। আমি অনেক প্রাচীনপন্থী। এঁরা একই বিল্ডিংয়ে থাকেন, একে অপরকে দেখে প্রেমে পড়েছেন। তারপর বিয়ে। এরচেয়ে ভালো আর কী হতে পারে?"

বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। বার্নির পরিবারের চার প্রজন্ম এতে অংশ নেয়। ঐতিহ্যবাহী ইহুদি বিয়ের রীতি মেনে বিয়ের আসর জমজমাট ছিল। বার্নি এবং মার্জোরি উভয়কেই হুইলচেয়ারে করে অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল। সেইসময় নবদম্পতি আনন্দে উদ্ভাসিত ছিলেন। 

 


#Philadelphia#WorldsOldestMarriedCouple#GuinnessWorldRecords



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিচ্ছেদের পথে ওবামা দম্পতি, ট্রাম্পের শপথগ্রহণে মিশেলের অনুপস্থিতিতে তৈরি হয়েছে জল্পনা...

সোনার লাগাম রয়েছে কার হাতে, কেন সকলের নজরে মার্কিন প্রেসিডেন্ট...

শুকনো গরম হাওয়া এবার বাড়তি মাথাব্যথা, তবে কী নতুন করে জ্বলবে আগুন ...

হামাস–ইজরায়েল সবুজ সঙ্কেত দিতেই ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি, কৃতিত্বের দাবি ট্রাম্পের...

আদানি থেকে সেবি, বিস্ফোরক দাবিতে তোলপাড় হয়েছিল বিশ্ব, এবার বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ...

'দিদিরা ফর্সা, আমি এত কালো কেন!', ডিএনএ পরীক্ষা করালেন বৃদ্ধা, পরীক্ষার রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ ...

কেটে গিয়েছে ৭ মাস, আর কত অপেক্ষা

সন্তানের মুণ্ডু সেদ্ধ করে খেলেন মা, হাড়হিম ঘটনায় শিউরে উঠল পুলিশ ...

শিন চ্যানের আসল বাড়ি রয়েছে এই পৃথিবীতেই, কেন তৈরি করা হয়েছে এই বাড়ি...

দাঁতে যন্ত্রণা, চোয়াল ফোলা! পরীক্ষা করাতেই রিপোর্ট দেখে আঁতকে উঠলেন বৃদ্ধ...

পরনে শুধু অন্তর্বাস, মেট্রোয় স্বল্পবসনা তরুণীদের কীর্তিতে হতবাক সকলে, ভাইরাল ছবি ...

খারাপ স্মৃতি মুছতে চান, তাহলে এই থেরাপি কাজে লাগান ...

পৃথিবীর কোন দেশে সাপের দেখা মেলে না, আপনার কী জানা রয়েছে ...

সারাদিন বাড়িতে বসে রয়েছেন, কোন নেগেটিভ এনার্জিকে স্বাগত জানাচ্ছেন জানলে চমকে যাবেন ...

৩২ বছর একাকী দ্বীপে বসবাস, শহরে ফিরতেই মারা গেলেন এই যুগের ক্রুসো...



সোশ্যাল মিডিয়া



12 24